ঈদকে সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সকালে প্রথম এক মিনিটে অনলাইনে সাড়ে ১২ হাজার ১৬১ টিকেটের বিপরীতে আইডি দিয়ে হিট পড়েছে প্রায় ৪ লাখ টিকেটের।
এ তথ্য জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। ঈদের টিকিট পেতে গতরাত থেকেই স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় জমে।
সকালেও দেখা যায় একই দৃশ্য। ট্রেন ও টিকিট ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও দুর্ভোগের কথা বলেন টিকেট কিনতে আসা মানুষ।
তবে বরাবরের মত অভিযোগ অস্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ।
সূর্যের তাপ প্রখর হওয়ার সাথে সাথেই কমলাপুর স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় জমে।
পরিবারের সংগে ঈদ করতে গ্রামে যেতে চায় নগরবাসীদের অনেকেই । কিন্তু ঈদের আগাম টিকেট কিনতে এসে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তারপরও প্রত্যাশা অনুযায়ী টিকেট মিলবে কিনা, তা নিয়েও নানা সংশয়ে মানুষ।
টিকেট কিনতে এসে ট্রেন ও টিকিট বিক্রি ব্যবস্থাপনা নিয়ে বরাবরের মত নানা অনিয়ম ও দুর্ভোগের কথাও জানান তারা।
তবে, অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ অস্বীকার করে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবেই রেলের আগাম টিকিট বিক্রি হচ্ছে।
অনলাইন ও অফলাইনে আগামী ৫ জুলাইয়ের জন্য শুক্রবার প্রায় ২৭ হাজার ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা জানায় স্টেশন কর্তৃপক্ষ।
আজ থেকে চট্টগ্রামেও শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি।
আজ দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট। সকাল ৮টা থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহে দীর্ঘ লাইন দেখা গেছে।
১০টি আন্তঃনগর ট্রেনের অর্ধেক টিকিট কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে পাওয়া যাচ্ছে। ভোর থেকে অনেকেই কাউন্টারের সামনে দাঁড়ান টিকিটের আশায়। চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ঈদে বাড়তি যাত্রীর চাপ সামলাতে অন্যবারের মতো এবারো প্রতিটি রেলে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।এছাড়া ৭ জুলাই থেকে প্রতিদিন চাঁদপুর রুটে যাওয়া-আসা করবে দুটে স্পেশাল ট্রেন। টিকিট কালোবাজারি রোধে স্টেশন এলাকায় আইন আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রয়েছে সিসিটিভির নজরদারী।