দফায় দফায় বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
অব্যাহত বৃষ্টিপাতে দফায় দফায় নদ-নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে।
ফলে আবারো বন্যা দেখা দিয়েছে সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টের ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।
একই অবস্থা কাজিরপুরের মেঘাই ঘাট পয়েন্টে।করতোয়া, ফুলজোর, ইছামতী, বড়াল, হুরাসাগরসহ চলনবিল এলাকায়ও বাড়ছে পানি।
নতুন করে ফসলী জমি, রাস্তাঘাট, হাটবাজার তলিয়ে গেছে। ডুবেছে অসংখ্য বসতভিটা। দুশ্চিন্তায় দিন কাটছে ৬ উপজেলার ৪০ ইউনিয়নের হাজারো মানুষের। এদিকে, নদ-নদীর পানি বেড়ে কুড়িগ্রামের তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল আবারো প্লাবিত হতে শুরু করেছে। পানিবন্দি অন্তত ২০ হাজার মানুষ। দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ে বেড়েছে দুর্ভোগ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বেড়েছে কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি।