দু’দিন বৃষ্টি না হওয়ায় সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি
- আপডেট সময় : ০৭:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দু’দিন বৃষ্টি না হওয়ায় সিলেট মহানগরীর বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জেলাজুড়ে কেবল পানি আর পানি।
এখনও ডুবে আছে রাস্তা-ঘাট, বসতঘর। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের সময় আর কাটছে না।
বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তারা।
কর্তৃপক্ষ বলছে, প্রতিরক্ষা বাঁধ উঁচু না করলে সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়লেই বানের পানিতে ভাসতে হবে সিলেটবাসীকে।
ধীরে ধীরে কমছে সিলেটের নদ-নদীর পানি। গত ২৪ ঘন্টায় সুরমা ও কুশিয়ারার পানি নেমেছে মাত্র ৩ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া বিভাগের দাবি, উজানে ভারতে বৃষ্টি কম হওয়ায় ঢলের গতি কমেছে কিছুটা। তবে ভাটিতে মেঘনার শাখা নদীগুলো পানি টানছে না। কুশিয়ারা তীরের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের হাকালুকি হাওড় পাড়ের বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার পানি কমতে সময় লাগবে।
সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ও কুশিয়ারা নদীর পানি অমলশীদ,শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী সংলগ্ন এলাকার বাড়ি-ঘর,রাস্তাঘাট ,বাজার এখনো ভাসছে। সুরমা তীরের কোথাও কোথাও পানি কমলেও বেশিরভাগ জায়গার বাড়ি-ঘর রাস্তাঘাট তলিয়ে আছে।
সরকারি-বেসরকারিভাবে ব্যাপক ত্রাণ দেয়া হলেও সংকট কাটছে না। তাই সরকারের কাছে আরো বরাদ্দের দাবি এই জন প্রতিনিধির।
সিলেট সিটি ও আশপাশ এলাকা বন্যামুক্ত করতে শহর রক্ষা বাঁধ উঁচু করতে হবে।
এ জন্য অতীতে প্রকল্প গ্রহণ করা হলেও তা অনুমোদন হয়নি বলে জানালেন এই কর্মকর্তা।
খুব শিগগিরই বন্যার দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরবে বানভাসি মানুষ এমন প্রত্যাশা সকলের।