পাবনার ভ্যান চালক নুরুল ইসলাম হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে ভ্যান চালক নুরুল ইসলাম হত্যা মামলায় রবীন্দ্রনাথ নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। ২০১২ সালের ১০ অক্টোবর ভ্যান চালক নুরুল ইসলাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বেড়িয়ে যাওয়ার পর নিখোঁজ হন। ৩দিন পর ভাঙ্গুড়া থানা পুলিশ উপজেলার শরত নগর রেলষ্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চাটমোহর উপজেলার বামনগ্রাম থেকে রবীন্দ্রনাথকে গ্রেফতার করে। সে পুলিশের কাছে স্বীকার করে, ভ্যান চালক নুরুল ইসলামকে হত্যার পরে ভ্যানটি নিয়ে বিক্রি করে দেয় সে। পরে, জামিন পায় তিনি। সাজাপ্রাপ্ত রবীন্দ্রনাথ বর্তমানে পলাতক।