মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর থেকে অস্ত্রসহ ৯ জন ডাকাত আটক
- আপডেট সময় : ০৭:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গাজীপুর চক্রের ৯ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে রেব। এদিকে, রাজধানীতে বাস চাপায় কৃষকের মৃত্যুর দায়ে ঘাতক চালককে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কাওরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
কারাগারে একে-অপরের সাথে পরিচয়। ছাড়া পেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করে চক্রটি। পাঁচ বছর ধরে সংঘবদ্ধ হয়ে রংপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তারা।
এরই ধারাবাহিকতায় গাজীপুরে ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই ডাকাত চক্র। তাদের নয় সদস্যকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করে রেব। ব্রিফিংয়ে এ তথ্য জানান, রেব কর্মকর্তা।
রাজধানীর গুলিস্তানে নিয়ন্ত্রণহীন দুই বাসের চাপায় নিহত কৃষকের মৃত্যুর দায়ে চালক আল আমিনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব।
আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।