পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সৌদি আরবে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সৌদি আরবে অনুষ্ঠিত হলো যৌথ বাহিনীর মহড়া। এতে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরাও মহড়ায় অংশ নেন। এবার শর্তসাপেক্ষে ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন।
মূলত কোনো জঙ্গি হামলা বা জিম্মি পরিস্থিতি কীভাবে সামাল দেয়া হবে, তারই প্রস্তুতি এ মহড়া। এছাড়া অগ্নিকাণ্ড রোধ এবং ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়েও চলে মহড়া। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তালাল আল শালহোব বলেন, আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সুরক্ষা দিতে প্রস্তুতি নেয়া হয়েছে। সে কারণেই নিরাপত্তা এবং সেনাবাহিনীর এ যৌথ মহড়া। সৌদি আরবে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মহড়াতেই স্পষ্ট, শান্তিপূর্ণভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ করতে সৌদি সরকার প্রস্তুত রয়েছে। অবশ্য, হজ পালনে ইচ্ছুক মুসল্লিদের মানতে হবে কঠোর শর্ত ও নীতিমালা।