শেষ টি-টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন গায়ানায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শেষ টি-টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন গায়ানায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রোভিডেনসে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও, দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে মাহমুদউল্লাহ’র দল। বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টাইগাররা।প্রথম ম্যাচে বৃষ্টির কারণে বোলিংয়ের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের বোলিং পারফরমেন্স ছিল হতাশাজনক। বাংলদেশ দলের পেসার মুস্তাফিজ রহমান সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন দ্বিতীয় ম্যাচে বাজে বোলিং করেছে দল তবে চেষ্টা থাকবে তৃতীয় ম্যাচে ভাল করার। উপমহাদেশের তুলনায় বাইরের উইকেট ভাল হওয়ায় প্রভাব পড়েছে বোলিং পারফরমেন্সে।