ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপভ্যানে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ বাড়ছে। পথে পথে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চলেছে।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত থেকেই যানবাহনের চাপ রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ আরো বাড়ে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ ভ্যান, মাইক্রোবাসসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে উত্তরের মানুষ।
ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিভিন্ন জায়গায় বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চলেছে। বুধবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় হয়ে রাবনা পর্যন্ত হালকা যানজট ছিল।
এদিকে, গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে। দুপুরের পর থেকে সব পোশাক কারখানায় ছুটি হওয়ায় মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছুটছে কর্মজীবী মানুষ। যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়েছে অনেকে।