টেস্টের পর টি-টুয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
টেস্টের পর টি-টুয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এতে ২-০ তে সিরিজ জিতেছে ক্যারিবিয় শিবির।
বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ হয়েছে পরিত্যক্ত। গায়ানার প্রোভিডেন্সে এদিন টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন আফিফ হোসেন। মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন ওপেনার লিটন দাস। জবাবে দলীয় ৪৩ রানে তিন ক্যারিবিয় ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরী করে বাংলাদেশ। তবে, চতুর্থ উইকেটে কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের ৮৫ রানের জুটিতে ভেস্তে যায় সব। ৫৫ রানে আউট হন মেয়ার্স। ৭৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। ১০ জুলাই থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।