সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামের এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।
সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। গেলরাতে সাভারের বাজার রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলামিন ফরিদপুরের কোতয়ালি থানার হাটগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও নিহতের বাবা আকমল খান বলেন, আলামিন সাভার বাজার বাসষ্ট্যান্ড মোবাইল সার্ভিসিং দোকানে কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।