চট্টগ্রামের মিরসরাইয়ে ইব্রাহিম রাজু নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে ইব্রাহিম রাজু নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরনবী ও সোহেল নামে দু’জনকে আটক করেছে পুলিশ। গেল রাতে ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, জোরারগঞ্জ থানার দরবার টিলা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে কয়েকজন রাজুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পর উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অব্যাহত আছে পুলিশের অভিযান।