ঈদের দ্বিতীয় দিনে ঢাকা মহানগরের রাস্তায় কিছুটা যানজট, আজও রাজধানী ছাড়ছেন মানুষ
- আপডেট সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনে ঢাকা মহানগরের রাস্তায় কিছুটা যানজট দেখা যায়। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। আবার সড়ক-মহাসড়কের যানজট ও ভীড় এড়াতে ঈদের পরদিনই ঢাকা ফিরতে দেখা গেছে কর্মজীবি নগরবাসীদের।
ঈদ আসলেই ইট-পাথরের এই ব্যস্ত রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ছুটে যান দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদের পরদিনও সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। তবে, পর্যাপ্ত টিকিটের অভাবে বিপাকে পড়ার অভিযোগও করেছেন অনেক যাত্রী। এদিকে, গ্রামের বাড়িতে ঈদ কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন ট্রেন যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ তাদের অনেকেই।তবে ঈদের দ্বিতীয় দিনে বাসের চিত্র ছিলো ভিন্ন। বাস কাউন্টারে সববয়সী মানুষের সরব উপস্থিতি ছিলো।তবে অতিরিক্ত বাস ভাড়া আদায়ে ক্ষুদ্ধ যাত্রীরা।অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সরকারের নজরদারি প্রত্যাশা করেন সাধারণ মানুষ।
ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন লাখো নগরবাসী। ফলে চিরচেনা কোলাহল আর যানজটের রাজধানী এখন উৎসবের নগরীতে পরিণত। হাতিরঝিল, রবীন্দ্র সরোবর ও সংসদ ভবনসহ বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে নগরবাসীর ভিড়। সব বয়সী দর্শনার্থীদের সপরিবারে উপস্থিতি।
জনশূণ্য ঢাকাই যেন রাজধানীবাসীর কাছে সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা। তাই রাজধানীবাসী ঘুরছেন, বেড়াচ্ছেন স্বাচ্ছন্দ্যে।যান্ত্রিকতার দুর্ভোগ ভুলিয়ে ঈদের ছুটি নিয়ে আসে স্বস্তির বারতা, সবার মাঝে। এমন দিনে পরিবার পরিজন নিয়ে অনেকেই বের হয়েছেন। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে সবাই। ঘুরে ফিরে ঈদ আনন্দে ব্যস্ত শিশুরাও। শুধু বিনোদন কেন্দ্রগুলো নয় মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার বেড়েছে।