হাসিবুল বাশার হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ সদস্য হাসিবুল বাশার হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো কিরিছ ও ১টি লোহার রড এবং ১নং আসামি হাসানের প্রজেক্ট থেকে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মো. হাসিবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায়, বৃহস্পতিবার রাতে হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসান বাহিনীর প্রধান হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।