নোয়াখালীর ছাত্রলীগের সদস্যকে জবাই করে হত্যার কথা স্বীকার করেছে আসামীরা
- আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে জবাই করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে আসামীরা। প্রধান আসামি হাসান ও ৩ নং আসামি জয় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সোমবার দুই আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ’র খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ সদস্য হাসিবুল বাশার হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো কিরিছ ও ১টি লোহার রড এবং ১নং আসামি হাসানের প্রজেক্ট থেকে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মো. হাসিবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায়, বৃহস্পতিবার রাতে হাসিবুলের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসান বাহিনীর প্রধান হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।