গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মোটর সাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন শাওন। ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার শিকার মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। নিহত শাওন বাগেরহাট জেলার কচুয়া থানার উত্তর মুদিয়া গ্রামের বাসিন্দা।