নোয়াখালীতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় নৌকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ডমার চরের দক্ষিণ অংশে মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হাতিয়ার বন্দর টিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরের উদ্দেশ্যে যাত্রা পথে ডমারচরে নৌকায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দুই জেলে আগুনে ঝলসে যায়। পাশে থাকা আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়। ভুক্তভোগী জেলে রাকিব জানান, রান্নার সময় চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা দ্রুত ভস্মিভূত হয়। নৌকার মাঝিসহ দগ্ধ দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে গেছে। স্থানীয় ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।