মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল চুক্তি
- আপডেট সময় : ০৭:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল চুক্তি যেন ইরানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা। চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে একজোট হয়ে লড়বে দুই দেশ। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তেলআবিব এবং ওয়াশিংটন। তবে তেহরান বলেছে, ইরানে হামলার মতো ভুল করলে পস্তাতে হবে যুক্তরাষ্ট্রকে।
ইরানের পরমাণু অস্ত্রের মালিকানা ঠেকাতে প্রয়োজনে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবটুকু। পাশাপাশি ইসরায়েলকে সব ধরনের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলছেন, কোনো আলোচনা কিংবা সমঝোতা নয়, ইরানকে ঠেকানোর একমাত্র উপায় সামরিক শক্তি প্রয়োগ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান হুঁশিয়ারি করে জানায়, আঘাত করলে সারাজীবন পস্তাতে হবে শত্রু দেশগুলোকে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি বলেন, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো দেশের সাথে চুক্তি করলেই তারা নিরাপদ হয়ে যাবে না।