গরম কমতে আরো সময় লাগবে : তথ্য আবহাওয়া অধিদপ্তরের
- আপডেট সময় : ০৮:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
টানা তাপদাহে হাসফাঁস অবস্থা রাজধানীবাসীর। কাঠফাটা রোদ মাথায় নিয়েই জীবন-জীবিকার তাগিদে রাস্তায় নামছে কর্মজীবী মানুষ। শরীর ঝলসানো রোদকে সঙ্গী করে সবচেয়ে বেশি কষ্টে আছে নগরীর খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম কমতে সময় লাগবে আরো কয়েক দিন।
শ্রাবণের মুষলধারায় প্রাণ-প্রকৃতি সঞ্জীবিত হওয়ার কথা থাকলেও, এই সময় গরমে অতিষ্ঠ জনজীবন। আকাশে মেঘের লুকোচুরি খেলা দেখা যায়। কিন্তু, দেখা নেই এক পশলা বৃষ্টির। প্রচন্ড তাপদাহে খাঁ খাঁ করছে চারপাশ। ঘরে-বাইরে সব খানেই অস্বস্তিকর পরিবেশ।
গরমের তীব্রতায় ছোট-বড় সবারই অবস্থা চরমে। তবে, জীবিকার তাগিদে উত্তপ্ত পরিবেশেও ছুটতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ।
সবচেয়ে কষ্টে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাঠফাটা রোদে সাধারণ মানুষের নাভি:শ্বাস উঠেছে। অল্প কাজেই হয়ে পড়ছেন বেশি ক্লান্ত।
স্বাস্থঝুঁকি থাকার পরও, পথ চলতি কেউ কেউ শরবতে চুমুকে দিচ্ছেন একটু তৃপ্তির আশায়।
আবহাওয়া অফিস বলছে, আপাতত সুখবর নেই। আরো কয়েকদিন সহ্য করতে হবে এই তাপদাহ।
তবে, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হলে খুব দ্রুত বৃষ্টির দেখা পাওয়া যাবে বলে জানান তিনি।