আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের দিনে তিনি সিদ্ধান্তের কথা জানান।
টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি শেষ হওয়ার দিন দশেক আগেই এমন সিদ্ধান্ত নিলেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার।২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিমের। বাংলাদেশের হয়ে খেলা ৭৮ টি-টুয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শুধু তামিমেরই রয়েছে সেঞ্চুরি করার কীর্তি। আর কোনো বাংলাদেশি খেলোয়াড় এখন পর্যন্ত এই ফরম্যাটে তিন অঙ্কের দেখা পাননি।