ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার সময় জন্ম নেয়া নবজাতক এখন সুস্থ
- আপডেট সময় : ০১:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ ফেটে জন্ম হওয়া সেই নবজাতক এখন সুস্থ আছে। নবজাতকটি বর্তমানে নগরীর বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডানহাত ভাঙ্গলেও সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে নবজাতকটির সমস্ত দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
ভাগ্যের কি নির্মম পরিহাস! ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক মেয়ে বাচ্চাটি এখন সবার আলোচনার বিষয়। পৃথিবীর আলো দেখার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বাবা-মা এবং বোন। মায়ের জঠরে ৮ মাস ধরে বেড়ে উঠা এই বাচ্চাটি সড়ক দুর্ঘটনায় মাকে হারানোর সময় সড়কেই ভূমিষ্ঠ হয়। মা তার জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে পৃথিবীর আলো উপহার দিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাচ্চাটির ডান হাতে দুটি হাড় ভাঙা আছে। তবে আশঙ্কামুক্ত রয়েছে।
এদিকে, নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ীতে বইছে শোকের মাতম। শোকে স্তব্ধ আত্মীয়-স্বজনরা।
নবজাতক মেয়ে বাচ্চাটির দায়িত্ব নেয়ার জন্য এগিয়ে এসেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক।
শনিবার দুপুরে ত্রিশালের কোর্টভবন এলাকায় ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা নিহত হয়। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায়।