বৃষ্টি না হওয়ায় রাজশাহী অঞ্চলে আটকে গেছে আমনের আবাদ
- আপডেট সময় : ০৬:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ভরা বর্ষা মওসুমেও বৃষ্টি না হওয়ায়, রাজশাহী অঞ্চলে আটকে গেছে আমনের আবাদ। গত বছর এই সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেক জমির আবাদ সম্পন্ন হয়েছিল। এবার ৯০ভাগ জমিই পতিত পড়ে আছে। এমন পরিস্থিতিতে মাঠে সেচযন্ত্রগুলো নিরবচ্ছিন্নভাবে সচল রাখতে বিএমডিএকে চিঠি দিয়েছে কৃষি বিভাগ।
জমিতে আমন রোপণের ভরা মওসুম এখন। বৃষ্টিনির্ভর এ আবাদের অপেক্ষাতে থাকে কৃষক।কিন্তু বৃষ্টির দেখা নেই। ফলে আবাদ নিয়ে দুশ্চিন্তায় তারা।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ পরিচালিত গভীর নলকূপ থেকে পানি কিনে কৃষক বীজতলা রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। চারার বয়স বেড়ে যাওয়ায় অনেকেই আবার সেচ দিয়ে জমি আবাদ শুরু করেছেন।
এবছর রাজশাহী জেলায় ৮০ হাজার ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ৮ হেক্টর।
গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১২৮ দশমিক ৪ মিলিমিটার। আর এ বছর একই সময়ে বৃষ্টি হয়েছে মাত্র ১০ দশমিক ২ মিলিমিটার।