গল টেস্টে ভালো অবস্থানে স্বাগতিক শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গল টেস্টে ভালো অবস্থানে স্বাগতিক শ্রীলংকা। দ্বিতীয় দিন শেষে ৪০ রানের লিড নিয়েছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান।
৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলংকা। ১৬ রানে করুণারত্নে আউট হলে ভাঙ্গে ৩৩ রানের উদ্বোধনী জুটি। তবে, আর কোন বিপদ হতে দেননি ফার্নান্ডো ও কাসুন রাজিথ। ১৭ রানে অপরাজিত ফার্নান্ডো, ৩ রানে সঙ্গী রাজিথ। এর আগে, প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে একাই লড়াই করেছেন বাবর আজম। ১১৯ রান করেন পাক অধিনায়ক। ৬ ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।৫ উইকেট নেন প্রবাথ জয়সুরিয়া। অভিষেকের পর টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই লংকান স্পিনার। প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছিলো শ্রীলংকা।