হুমকির মাধ্যমে চাঁদা আদায়কারী চক্রের চার সদস্য গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
যাত্রীবেশে বাসে চড়ে পরিবহনের মূল কাগজপত্র চুরি ও হুমকির মাধ্যমে চাঁদা আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।মালিবাগে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গণপরিবহনের কাগজ চুরি ও হুমকি-ধমকির মাধ্যমে বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে রাকিব হোসেন তুফানের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি চক্র। ২০২০ সাল থেকে কৌশলী চাঁদাবাজিতে জড়িত চক্রটির নামে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে শতাধিক জিডি।
শনিবার এই চক্রের মূল হোতাসহ চার সদস্যকে রাজধানীর বসিলা থেকে গ্রেফতার করে সিআইডি। রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি।
চক্রে অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইমাম হোসেন।