বৃষ্টি না হওয়ায় নওগাঁ জেলার কৃষকরা জমিতে আমন ধান রোপণ করতে পারছে না
- আপডেট সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায়, নওগাঁ জেলার কৃষকরা জমিতে আমন ধান রোপণ করতে পারছে না। মাঠে ব্যস্ত থাকার পরিবর্তে এখন ঘরে অলস সময় পার করছেন তারা। পরিস্থিতি মোকাবিলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গভীর নলকূপ চালুর জন্য চিঠি দিয়েছে কৃষি বিভাগ।
ক’দিন আগেই রোপণ করা হয়েছিল এসব ধান গাছ। কিন্তু বৃষ্টির অভাবে তা মরতে বসেছে। ফেটে চৌচির জমি। নওগাঁর প্রতিটি মাঠের চিত্রই ঠিক একই রকম।
মাঠজুড়ে যখন ব্যস্ততা থাকার কথা ধান রোপণে; ঠিক তখন যেনো বসে বসেই কাটছে কৃষকের। তারা বলছেন, দিনজুড়ে অতিরিক্ত রোদে ঘরের বাইরে বের হওয়া দায়। এভাবে চলতে থাকলে চলতি মৌসুমের আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।
কৃষি বিভাগ বলছে, এ মৌসুমের আবাদ পুরোটাই বৃষ্টির পানি-নির্ভর। তবে এমন দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গভীর নলকূপগুলো চালুর বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
তবে কিছুটা আশার কথা শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৯ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে ১ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা রয়েছে নওগাঁ জেলায়।