ঈদের ছুটি শেষে আবারও পুরানো চেহারায় রাজধানী ঢাকা

- আপডেট সময় : ০৯:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে আবারও পুরানো চেহারায় রাজধানী ঢাকা। কর্মজীবী মানুষের মিছিলে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটের সেই পুরনো চিত্র দেখা গেছে। তীব্র যানজটে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর।
রাজধানীতে চলাচলকারী বেশির ভাগ গাড়ির চাকা, স্থিরচিত্রের মতো অনড়। দিনের শুরু বা শেষ, দুই বেলাতেই যানজটে নাকাল নগরবাসী। ঈদের ছুটির পর, কর্মব্যস্ত মানুষের চলাচলে ফিরে এসেছে সেই আতংক।
ব্যক্তিগত গাড়ি, মোটরবাইক, গণপরিবহন কারোরই রেহাই নেই যানজট থেকে। বাড়তি সুবিধা নেওয়ার বাহন মোটরসাইকেলের চাকাও স্থবির দেখা গেছে।
যানজটের নগরে উত্তপ্ত রাজপথ আর অসহ্য গরমে দিশেহারা মানুষ। যানজট থেকে মুক্তি পেতে নগরবাসী চান কার্যকর পদক্ষেপ।
চাপ সমালাতে হিমশিম খেলেও, যানজটের জটলা খুলতে নিরুপায় ট্রাফিক পুলিশ। আগামী সপ্তাহে আরও বাড়তে বলে জানায়, পুলিশ।
যানজট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বৈজ্ঞানিক উপায়ে টেকসই সমাধানে কৃর্তপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা।