ওয়েস্ট ইন্ডিজ মিশন শেষে এবার দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ মিশন শেষে এবার দেশে ফিরতে প্রস্তুত বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে ক্রিকেট দল। ২০ জুলাই প্রথম এবং ২১ জুলাই দ্বিতীয় ধাপে ঢাকায় পা রাখবে ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যুক্তরাজ্যের লন্ডনে কয়েকদিন ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তিনি। উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় পুরো দল। তামিম ইকবালের নেতৃত্বে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা।দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ২৭ জুলাই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। সেখানে তিনটি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই থেকে শুরু হবে সিরিজটি।