প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।
বেলফাস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বিশাল সংগ্রহ পায় কিউইরা। সর্বোচ্চ ৬৯ রান করেন গ্লেন ফিলিপস। জেমস নিশামের ব্যাট থেকে আসে ২৯ রান। মার্টিন গাপটিল করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। ৩৭ রানে হারায় ৪ উইকেট। পরে আসা-যাওয়ার মিছিলে ১৮.২ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় অ্যান্ডি বালবির্নির দল। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কার্টিস ক্যাম্পার। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন লকি ফার্গুসন। দু’টি করে উইকেট নেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। ম্যাচ সেরা হন গ্লেন ফিলিপস।