সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনা-বেচা : সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য আটক
- আপডেট সময় : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনা-বেচা সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রেব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন।
রেব-১ এর অধিনায়ক লে.কর্নেল আবদুল্লাহ আল মোমেন জানান, বেশ কিছু দিন যাবৎ চক্রটি অবৈধভাবে নিম্ন আয়ের মানুষকে প্রলোভনে ফেলে কিডনিসহ অন্য অঙ্গের বাণিজ্য করে আসছিলো।
লে.কর্নেল আবদুল্লাহ আল মোমেন জানান, আইনের চোখকে ফাকিঁ দিতে কিডনি ট্রান্সপ্লান্টেশন ডোনারদের সাথে আত্নীয়তার সর্ম্পক দেখানো হতো । এছাড়া পাশ্ববর্তী দেশের কিডনি বেচা-কেনা চক্রের সাথেও এদের যোগসাজশ রয়েছে বলে জানান তিনি।
শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, কিডনি কেনা-বেচার সব চক্রকে ধরতে রেব সক্রিয় রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।