এক ম্যাচ হাতে রেখেই ট-টুয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখেই ট-টুয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আয়ারল্যন্ডকে ৮৮ রানে হারিয়েছে কিউইরা।
বেলফেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি দুই কিউই ওপেনার। ৪ ওভার দুই বলে প্রথম উইকেটে আসে ৪৪ রান। ফিন এ্যলেনের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৫ রান। দুই ওপেনার ফিরে গেলে ম্যাচের হাল ধরেন ডেন ক্লিভার। ৫৫ বলে ৭৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। এছাড়া ১৬ বলে ২৩ রান করেন গ্লেন ফ্লিপস। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ইনিংস বড় করতে পারেনি কোন আইরিশ ব্যাটার। ফলে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।