ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা। শেষ বহরের সাথে দেশে ফিরেছেন তাইজুল-শান্ত-সোহানসহ অনেকে। এর আগে, সকালে দেশে ফেরে টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও স্পিনার নাসুম আহমেদ।
রিয়াদ ও আফিফ ঢাকা নামলেও স্পিনার নাসুম সরাসরি গেছেন সিলেটে। বাড়িতে ছুটি কাটিয়ে সরাসরি জিম্ববুয়ে সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন এই ক্রিকেটার। এদিকে বুধবার ঢাকায় ফেরেন ব্যাটিং কোচ জেমি সিডন্সসহ দুজন ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তবে, দেশে না ফেরে সপরিবারে লন্ডনে গেছেন তামিম ইকবাল। পাঁচদিন বিশ্রাম নিয়ে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ টি-টুয়েন্টি দল। পরে ৩০ জুলাই জিম্বাবুয়ে যাবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা।