আফগানিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আফগানিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন ৪১ বছর বয়সী সাবেক এই ইংলিশ খেলোয়াড়।
মাত্র চার মাস আগে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্রাহাম থর্প। তবে অসুস্থতার কারণে দায়িত্ব নিতে পারেননি ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান। এবার আরেক ইংলিশ খেলোয়াড়কেই দলের প্রধান কোচ নিযুক্ত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন আয়ারল্যান্ড সফর দিয়ে নতুন মিশনে নামবেন ট্রট। এর আগে ট্রট দু-বছর ধরে স্বল্প মেয়াদে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করে যাচ্ছেন। দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট। দারুন কিছু করে আফগানিস্তানের মানুষকে গর্বিত করতে চান এই ইংলিশম্যান।