ইউক্রেনের কৌশলগত বন্দর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চরম বর্বরতা : ভলোদিমির জেলেনস্কি
- আপডেট সময় : ০২:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইউক্রেনের কৌশলগত বন্দর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে চরম বর্বরতা অ্যাখা দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে।
শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে গত শুক্রবার জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। এ চুক্তির পর ২৪ ঘণ্টা না যেতেই ওডেসা বন্দরে হামলা হয়। এ হামলার ব্যাপারে মস্কো কোনো মন্তব্য করেনি। কিয়েভ বলছে, চুক্তি লঙ্ঘিত হওয়ার পরও শস্য রপ্তানি শুরুর প্রস্তুতি চলছে। তবে জেলেনস্কি বলেছেন, চুক্তিতে অটল থাকার ব্যাপারে মস্কোকে কেন বিশ্বাস করা যায় না—এ হামলাই তার প্রমাণ। ভবিষ্যতে এ ধরনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অর্জন করতে তিনি সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার করেছেন। ইউক্রেন হলো বড় ধরনের শস্য রপ্তানিকারক। তবে যুদ্ধের কারণে বন্দরগুলোয় প্রায় দুই কোটি টন শস্য আটকে পড়ে আছে।