সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
- আপডেট সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
গাজীপুরে শ্রীপুরের মাইজপাড়া ক্রসিং এ ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৪ জন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছে। এছাড়া, টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে তিনজন নিহত হয়েছেন।
ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় গাজীপুরের শ্রীপুরের মাইজপাড়া ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছে। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে উল্টে পাশের খাদে পড়ে যায়। গাড়ীতে থাকা তিনজনই ঘটনাস্থলেই নিহত হন।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক নিহত হয়েছে। ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকাপ ভ্যান অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। দুপুরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।