পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-এইট সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার মন্ত্রী পর্যায়ের ডি-এইট সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন। বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০তম এ সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন ডি-এইট এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ও কাল ডি-এইট কমিশনের বৈঠক হবে ঢাকায়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সম্মেলনে হিনা রাব্বানিসহ সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দেবেন। উন্নয়নশীল আট দেশের এ সম্মেলনে এবার খাদ্য ও জ্বালানি–নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি ইসলামাবাদে ডি-এইট সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসেন।