গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হ*ত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৭২২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গেল রাতে সদর উপজেলার রঘুনাথপুরে রানা মোল্লা ও তার কয়েকজন বন্ধু ঘুরতে গেলে এ হত্যাকান্ড ঘটে। এসময় এলাকার বদু সরদার ও তার সমর্থকরা রানা মোল্লাকে কুপিয়ে মারত্মক আহত করে পালিয়ে যায়। পরে, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রানার দুই হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি মালিবাড়ি গ্রামের বাসিন্দা তিনি।