সাংবাদিকের সাথে অশালীন আচরণের অভিযোগে টেকনাফের ইউএনওকে শোকজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাংবাদিকের সাথে অশালীন আচরণের অভিযোগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুকে শোকজ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোকজ নোটিশ পাঠানো হয়। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে। ইউএনওকে ওএসডি করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে হাইকোর্ট বলেছে, তার ভাষা মাস্তানের চেয়েও খারাপ। একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়। গত বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি প্রবেশ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রচারিত হয়। পরে, ক্ষিপ্ত হয়ে ওই পোর্টালের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।