প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরও শিক্ষার আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নারীরা পিছিয়ে থাকলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হয় না। তাই শহরের বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরও শিক্ষার আওতায় আনতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিকেলে ঢাকার শেরাটন হোটেলে ‘মালালা ফান্ড’স এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক বাংলাদেশের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নারীদের নিরাপদ শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, নারী শিক্ষার উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চল- বিশেষ করে চর ও হাওড় অঞ্চলের নারীদের শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি দেশে কারিগরি শিক্ষায় মনোযোগ দেবার কথা জানান শিক্ষামন্ত্রী। একবিংশ শতাব্দীর প্রযুক্তি-নির্ভর সময়ে কারিগরি শিক্ষার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। সেমিনারে উপস্থিত ছিলেন মালালা ফান্ডের বাংলাদেশ প্রধান মোশাররফ হোসেন তানসেনসহ এডুকেশন চ্যাম্পিয়নরা।