বাংলাদেশ ক্রিকেটের চাইতে কোনো ব্যক্তি বা নাম গুরুত্বপূর্ণ নয় : সুজন
- আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেটের চাইতে কোনো ব্যক্তি বা নাম গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বোর্ড আশা করে, টি-টুয়েন্টি ফরম্যাটে ব্যর্থতার বৃত্ত ভাঙ্গবে বাংলাদেশ। এজন্য তরুণদের দিকে বিশেষ মনোযোগ বিসিবির। যদিও সিনিয়রদের এখনো যোগ্যতা আছে বলে জানান টিম ডিরেক্টর। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার না থাকাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নবাগত অধিনায়ক নূরুল হাসান সোহান।
দরজায় কড়া নাড়ছে জিম্বাবুয়ে সফর। তিন টি-টুয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকার দেশটিতে যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের সাথে স্কোয়াডের ক্রিকেটারদের সৌজন্য সাক্ষাৎ।
গেট টুগেদার শেষে গণমাধ্যমে কথা বলেন, ডিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান।
টি-টুয়েন্টিতে নাজেহাল বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায় বিসিবি। এজন্য জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। রিয়াদকে রাখা হয়নি স্কোয়াডে, একই পরিণতি মুশফিকেরও। সাকিব আল হাসানও নেই। নতুন মোড়কে তারুণ্যের মিশেলে দল গড়ার ব্যাখ্যা দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সিনিয়র তিন ক্রিকেটারের না থাকাটা চিন্তার কারণ। তবে, এই পরিস্থিতি তরুণ দলটির প্রমাণের বড় সুযোগ বলেও মনে করেন নতুন অধিনায়ক।
তিন ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার জিম্বাবুয়ে যাবে টি-টুয়েন্টি দল। একদিন পর দেশটিতে যাবে ওয়ানডে দলের সদস্যরা।