সাগরে ভারতীয়দের দাপট বেশি অভিযোগ জেলেদের
- আপডেট সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরে ডাঙ্গায় ফিরছে জেলেরা। তাদের অভিযোগ, ভারতীয় জেলেরা ইলিশ ধরে নেয়ায় ক্ষতি হয়েছে। নদীতে আহরণের সংখ্যা কমে যাওয়ায় সমুদ্রের ইলিশই এখন ভরসা। বাজারে শত শত মণ ইলিশ থাকলেও দাম আকাশচুম্বী। ফলে হতাশ ক্রেতারা। তবে, মৎস্য বিভাগ বলছে, এ বছর ইলিশ আহরণের সংখ্যা বাড়তে পারে।
ইলিশ প্রজননের ৬৫ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও অভ্যন্তরীণ বিভিন্ন নদী থেকে গড়ে প্রতিদিন ১০০ মণ ইলিশ আনা হতো বরিশাল মোকামে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এখন পরিস্থিতি পাল্টে গেছে। শত শত মণ সাগরের ইলিশ ধরা পড়ছে। বরিশাল মোকামে এখন মজুদ আছে ১ হাজার মণ সামুদ্রিক ইলিশ। সেখানে নদীর ইলিশ ধরা পড়েছে মাত্র ৬০ মণ।
এদিকে সাগর থেকে আগত জেলেদের অভিযোগ, সাগরে ভারতীয় জলদস্যুদের উৎপাত না থাকলে আরও বেশি পরিমাণে ইলিশ আহরণ হতো।
ব্যবসায়ীরা জানান, জেলেরা সাগর থেকে পর্যাপ্ত ইলিশ ধরে আনতে পারবে। নদীর মাছ কম থাকায় ইলিশের দর এখন একটু চড়া।
এদিকে মৎস্য কর্মকর্তা আশা করছেন, গেলো বছরের তুলনায় এ বছর ইলিশ মাছের সংখ্যা বাড়লে দাম নাগালে পাবে সাধারণ মানুষ।
গতকাল বরিশাল পোর্ট রোড পাইকারি বাজারে ১ কেজি সাইজের ৫৫ হাজার মণে বিক্রি হয়েছে। ১২/১৪শ গ্রাম সাইজের ৬৫ হাজার ও দেড় কেজি সাইজের মাছ ৭০ হাজার মণে বিক্রি হচ্ছে।