টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে ভারত।
ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ পায় তারা।সর্বোচ্চ ৬৪ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে। কার্তিক ৪১ ও সূর্যকুমার যাদব করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে কখনোই জয়ের পথে ছিলো না ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী বোলারদের তোপের মুখে পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১২২ রান তুলে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ২০ রান করেন শামার ব্রুকস। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিন ও রবি বিষ্ণয়। ম্যাচ সেরা হন দীনেশ কার্তিক। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সোমবার মুখোমুখি হবে ভারত ওয়েস্ট উন্ডিজ।