সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ

- আপডেট সময় : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ রেখেছে সাতক্ষীরা পরিবহন মালিক সমিতি। সকাল থেকে কোনো পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। মালিক সমিতির নেতারা বলছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
এদিকে হঠাৎ গণপরিবহন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে কাউন্টারে আসলে কোনো টিকিট দেয়া হচ্ছে না। সাতক্ষীরা পরিবহন পরিচালক কমিটির সভাপতি জানান, বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে পরিবহনের ওপর চাপ পড়ছে। এখানে কারো কিছু করার নেই। গাড়ি চালানোর ড্রাইভাররা প্রস্তুত রয়েছে। গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তখন শ্যামনগরের উচ্ছৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করলের যশোরের গাড়ি কালিগঞ্জে আটকে দেন শ্রমিকরা।