কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছে। গতকাল রাত পৌনে ১২টার দিকে দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।
সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন’এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতকারীরা তাদেরকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেন মারা যান। আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।