ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবির বিরুদ্ধে এক বছরেও চার্জশিট দেয়নি পিবিআই
- আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ফেনীতে আলোচিত ডিবি’র স্বর্ণ ডাকাতির মামলায় এক বছর পার হলেও চার্জশিট জমা দেয়নি তদন্তকারী সংস্থা.. পিবিআই। ঘটনার সময় ডিবির ওসি সাইফুল ইসলাম ও সোর্সসহ পুলিশের ৭ কর্মকর্তা গ্রেফতার হয়। বতর্মানে ২জন জামিনে আর এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আসামী পক্ষের দাবী উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের ফাঁসানো হয়েছে। তদন্ত সংস্থা বলছে, শিগগির চার্জশিট জমা দেয়া হবে।
২০২১ সালের ৮ আগষ্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তির গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে তার কাছে থাকা ২০টি স্বর্ণের বার ডাকাতির অভিযোগ উঠে ডিবির সাবেক ওসি সাইফুল ইসলাম, সোর্স ভুট্টোসহ, ৩ এসআই এবং ৩ এএসআই’র বিরুদ্ধে। এ ঘটনায় ১০ আগষ্ট ব্যবসায়ী গোপাল কান্তি ফেনী থানায় মামলা করেন। পরে ওসি সাইফুলের বাসা থেকে ১৫টি স্বর্ণবার উদ্ধার করে পুলিশ।গ্রেফতার করা হয় সোর্সসহ অভিযুক্ত কর্মকর্তাদের। পরে সবার ৩ দফা রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করে আদালত। সোর্স ভুট্টো ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ধারায় জবানবন্দি দেয়। এরপরই মামালার অধিকতর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো-পিবিআই। কিন্তু বছর পেরিয়ে গেলেও জমা পড়েনি মামলার তদন্ত প্রতিবেদন।
এরই মধ্যে মামলার অন্যতম আসামী উপ পরির্দর্শক মোতাহার হোসেন ও নুরুল হক উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আসামী এসআই ফিরোজ আলম জমিনে বের হবার পর মারা যান। ঘটনাটি সাজানো বলে দাবী এ আইনজীবির।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরাধিরা যেই হোক, ছাড় পাওয়ার সুযোগ নেই, জানালের রাষ্ট্রপক্ষের আইনজীবি।
সেসময় ২০টি স্বর্ণবার লুটের অভিযোগ হলেও ৫টি বারের হদিস নেই এখনও। আর উদ্ধারকৃত ১৫টি স্বর্ণবারের মধ্যে মিয়ানমারের ১০টি স্বর্ণবারের বৈধতা নিয়ে রয়েছে ধুম্রজাল।