সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার তথ্য চায়নি সরকার : জানালেন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৯:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার নির্দিষ্ট কোনো তথ্য সরকার চায়নি বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা রাখার অভিযোগ রয়েছে। জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা জানান তিনি। এছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানে সুইস সরকারের সহযোগিতার কথা জানান নাথালি চুয়ার্ড।
সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে বাংলাদেশিরা প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন। যা আগের বছরের তুলনায় ৫৫ শতাংশ বেশি। সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশীদের পাঠানো অর্থের পরিমাণ সাড়ে ৮ হাজার কোটি টাকা।
ডিক্যাব টকে সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড জানান, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সুইজ ব্যাংকে জমা অর্থ, সে দেশের মোট উৎপাদনের ১০ শতাংশ।বিশ্বব্যাপী অবৈধ ধারনা করা হলেও তাদের ব্যাংকগুলো অবৈধ অর্থ রাখার নিরাপদ স্থান নয় বলে জানান রাষ্ট্রদূত।
বাংলাদেশীদের অর্থ রাখা এবং তথ্য প্রদানের বিষয়ে চুয়ার্ড বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চাওয়া হয়নি।
অনুষ্ঠানে বাংলাদেশ-সুইজারল্যান্ড বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতা নিয়েও কথা বলেন নাথালি চুয়ার্ড।