তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজেকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজেকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
কিংস্টোনে টস হেরে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। কনওয়ে করেন ৪৩ রান। এই দুই ওপেনার ফিরে গেলে ম্যাচের হাল ধরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে। শেষ দিকে জেমস নিশামের ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে সর্বোচ্চ ৪২ রান আসে শামারাহ ব্রুকসের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার।