জামালপুরে পাটের দাম নিয়ে কৃষকদের শঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জামালপুরে পাটের বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় এবার পাট পঁচাতে অসুবিধায় পড়েছে চাষিরা। পানি সংকট কাটাতে তেমন কোন ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেছে স্থানীয় কৃষি বিভাগ।
অনুকুল পরিবেশ আর বীজের সহজ লভ্যতার কারনে এবার জামালপুর সদর, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৯৩৩ হেক্টর জমিতে দেশী,তোশা,কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। এবার পাটের বাম্পার ফলন হলেও সঠিক সময়ে বৃষ্টি না হবার কারনে এবার পাট পাচাতে অনেকটাই অসুবিধায় পড়েছে পাট চাষীরা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, পানি সংকট দূর করতে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
সবমিলিয়ে পাটের নায্য দাম পাবে চাষীরা এমনটি প্রত্যাশা সকলের।