ভাড়ার নামে রাজধানীতে পরিবহন শ্রমিকদের বাড়াবাড়ি
- আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার নির্ধারিত বাড়তি বাসভাড়াও মানছেন না পরিবহনের মালিক-শ্রমিকরা। যাত্রীদের অভিযোগ, বর্ধিত ভাড়ার নামে পরিবহন শ্রমিকদের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন তারা। কোথাও কোথাও ৫ টাকার ভাড়া ১০টাকা আর ১০টাকার ভাড়া ২০টাকা নেয়া হচ্ছে । তবে এখনো বেশিরভাগ পরিবহনগুলোতে টানানো হয়নি ভাড়ার তালিকা।
পূর্বের ঘোষণা ছাড়াই হঠাৎই বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। আর এ সুযোগে রাজধানীতে নিজেদের মতো করে বাস ভাড়া বাড়িয়ে দেন মালিকরা ।
ইচ্ছেমতো ৫ থেকে ২০ টাকা অতিরিক্ত হারে ভাড়া নিচ্ছে কন্ডাক্টর। আর নিরূপায় হয়ে বাড়তি ভাড়া দিয়েই গন্তেব্যে যাচ্ছেন যাত্রীরা।
বাসভাড়া বাড়ানো হলেও এখনো দূরত্বভিত্তিক ভাড়ার তালিকা টানানো হয়নি। তাই মালিকদের ইচ্ছে মাফিক ভাড়াই আদায় করা হচ্ছে বাসে।
অতিরিক্ত ভাড়া আদায় বা ভাড়ার তালিকা না সাঁটানোর অভিযোগে বাসগুলোতে জরিমানা করছে বিআরটিএ’র ভ্রামমান আদালত।
বাসে সরকার নির্ধারিত নতুন ভাড়া রাজধানীতে প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সা । এর আগে প্রতি কিলোমিটার ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা। বাস-মিনিবাসে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৮ থেকে ১০ টাকা।