ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স
- আপডেট সময় : ০২:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৭ হাজার হেক্টর বনভূমিসহ দাবানলে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়ি। সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজার বাসিন্দাকে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারের বেশি দমকলকর্মী। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপক কর্মীরা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউরোপজুড়েই ভয়াবহ তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহে পর্তুগাল ও স্পেনে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে যুক্তরাজ্যে রোববার পর্যন্ত চার দিনের জন্য অগ্রিম সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে দাবানল সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য, পরিবহন ও কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ফ্রান্সের সহায়তায় এগিয়ে আসছে অস্ট্রিয়া, জার্মানি, গ্রিস, পোল্যান্ড এবং রোমানিয়া।আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা।