সহকর্মীকে মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেলে চলছে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
সহকর্মীকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পরও দোষীদের শনাক্ত না করতে পারায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ এ নিয়ে পুলিশপ্রধানের কাছে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে তাদের। কর্মবিরতির কারণে জরুরি বিভাগসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।