জ্বালানী তেলের দাম বাড়ার ইস্যুকে সামনে রেখে বিএনপি পেট্রোল বোমা বাহিনী মাঠে নামিয়েছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জ্বালানী তেলের দাম বাড়ার ইস্যুকে সামনে রেখে বিএনপি পেট্রোল বোমা বাহিনীকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির পেট্রোল বোমা বাহিনীকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দাম দ্বিগুণ হয়েছে। অথচ বাংলাদেশে তেলের দাম ৪০ শতাংশের বেশি বাড়ানো হয়নি। তথ্যমন্ত্রী বলেন, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুকে পুঁজি করে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর অপচেষ্টা করছে বিএনপি। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না। কারণ পেট্রোল বোমা বাহিনী প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।